স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সাদা পোশাকের সিরিজ ড্র করার পর এবার রঙিন পোশাকের লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি দুই দল। সেন্ট কিটসে ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজেও দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন মিরাজ। সেই সঙ্গে মুশফিকুর রহিমকেও দলে পাচ্ছে না টাইগাররা।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম এই ম্যাচে বাংলাদেশ খেলবে একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। মিরাজ ছাড়া স্পিনার হিসেবে থাকছেন রিশাদ হোসেন। পেসার হিসেবে তানজিম সাকিব এবং তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন তরুণ নাহিদ রানা।
ম্যাচের আগে মিরাজ বলেছেন, ‘ওভারঅল মনে করি আমাদের এই দলের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং সিরিজ। কারণ অনেক খেলোয়াড় নেই, অনেকে চোটে। যারা আছে তাদের জন্য একটা সুযোগ। যারা সুযোগ পাবে তারা যেন সিরিজটি স্মরণীয় করে রাখতে পারে।’
অতীতে কী হয়েছে সেটা মনে রাখতে চান না অধিনায়ক মিরাজ। বর্তমানে সবাই সবার পাশে থাকার কথাই জানালেন, ‘আমরা বিগতদিনে কী খেলেছি না খেলেছি, তার মূল্য নেই এখানে। আমাদের জন্য ভালো একটা সুযোগ আছে। আমরা সবাই সবার পাশে থাকব। সবাই যখন সবাইকে সাপোর্ট করব, দল হিসেবে খেলতে পারব, তাহলে ফলও পাব ভালো।’
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক,উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, জেডেন সিলস, আলজারি জোসেফ
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সোম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা
এমআই