স্পোর্টস ডেস্ক।। সময় জার্নাল : করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। এর মধ্যেই শুরু হয়েছে ফুটবলের দুই মেগা ইভেন্ট কোপা আমেরিকা ও ইউরো কাপ। করোনাভাইরাস আগেই প্রভাব বিস্তার করেছে লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের টুর্নামেন্টে। ইউরোতেও এর উত্তাপ টের পাওয়া গেছে। তবে কোপা আমেরিকার আসর যেখানে দর্শকবিহীন স্টেডিয়ামে চলছে, সেখানে ইউরোতে মিলেছে দর্শক প্রবেশাধিকার। এতেই তৈরি হয়েছে বিপত্তি।
ইউরো কাপের খেলা দেখতে গিয়ে বিভিন্ন দেশের সমর্থকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছে। এর মধ্যে ডেনমার্ক বনাম বেলজিয়াম ম্যাচের খেলা দেখতে আসা তিনজন সমর্থক করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন।
ইউরো কাপের আসর চলছে একাধিক দেশে। ফিনল্যান্ড গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচ খেলেছেন রাশিয়ায়। গ্রুপ 'বি' তে থাকা দলটিকে সমর্থন দিতে রাশিয়া গিয়েছিলেন ফিনল্যান্ড ফুটবল দলের অনেক সমর্থক। খেলা শেষ করে সে সব সমর্থকরা দেশে ফিরতেই ফিংল্যান্ডের করোনাভাইরাস পরিস্থিতি বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
ফিনল্যান্ডের চিকিৎসক রিস্টো পিটিকাইনেন জানিয়েছেন, ‘খেলা দেখতে গিয়েছিলেন তারা। ভালোভাবেই সেখানে করোনাভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তারা নিজেদের মধ্যেই আদান প্রদান করেছেন, তবে ভাইরাস তো ছড়িয়েছেই।’
পুতিনের দেশে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ফিনল্যান্ড নিজেদের প্রথম ম্যাচ খেলে রাশিয়ার বিরুদ্ধে এবং পরেরটা বেলজিয়ামের বিরুদ্ধে। সেই ম্যাচের পর রাশিয়ার সীমানার দিকে ১০০ জন করোনা আক্রান্তকে পাওয়া গিয়েছে। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দিন ১৫টি বাস রাশিয়া গিয়েছিল। সেই বাসে থাকা বেশির ভাগ মানুষই করোনায় আক্রান্ত। কর্তৃপক্ষ মনে করছে, আরও অনেকে করোনা সংক্রমিত হবেন, কারণ সীমানা পার করার সময় সবার করোনা পরীক্ষা করা হয়নি।
এদিকে ডেনমার্ক বনাম বেলজিয়াম ম্যাচের খেলা দেখতে আসা তিনজন সমর্থক করোনার ডেল্টা ধরণে আক্রান্ত হয়েছেন। ডেনমার্কের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, খেলা দেখতে আসা চার হাজার সমর্থকের করোনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২৯ জন সমর্থকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। গ্যালারির সমর্থকদের করোনা আক্রান্তের খবরে শঙ্কা তৈরি হচ্ছে ইউরকে ঘিরে।
সময় জার্নাল/আরইউ