জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি:
অদ্য ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের এস আই মামুন ও এস আই তাজ এর নেতৃত্বে এক বিশেষ টিম পৌর সভার ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রজব আলী(৪৭) কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মামলা নং ০৫ তারিখ ২১ আগষ্ট ২০২৪ ইং এর এজাহার ভূক্ত আসামী নাগেশ্বরী উপজেলার পৌর সভার ২ নং ওয়ার্ডের মো: রজব আলী(৪৭)পিতা মৃত হাসমত আলী গ্রাম বল্লভপুর কে নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম এস আই মামুন ও এস আই তাজের নেতৃত্বে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় অভিযান চালিয়ে বল্লভপুর বাজার হতে গ্রেফতার করে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান (মিজান) গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন ও জানান রজব আলীকে ফুলবাড়ী থানার মামলা নং-৫, তারিখ-২১/০৮/২৪,ধারা ১৪৩,৩২৩,৩২৪,৩৭৯,৪২৭,৫০৬/২,১১৪,৩৪
(প্যানাল কোর্ট) এ গ্রেফতার দেখানো হয়েছে।তাকে আগামীকাল ১০ ডিসেম্বর কুড়িগ্রাম কোর্ট হাজতে প্রেরন করা হবে।
তানহা আজমী