জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
' সমস্ত সত্বার স্বাধীনতার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টার সু- সমন্বয় সাধনের মাধ্যমে বিশ্বব্যাপি সংহতিকে সমর্থন করা' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশনস সিজন -৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতি সংঘের( আরইউমুনা) আয়োজনে আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুই দিন ব্যাপি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আইউমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ৫টি কমিটি নিয়ে এইবারের ছায়া জাতিসংঘ আয়োজন করা হয়েছে। ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার্স রিস্ক ম্যানেজমেন্ট, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ বিশেষায়িত কমিটি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা। শিক্ষার্থীরা যাতে বিশ্ব নিরাপত্তা এবং আন্ত সীমান্ত ভ্রাতৃত্ব বিষয়ে নিজেদের বেশি আগ্রহী করে তুলতে পারে সেটা ভেবেই এবারের আলোচ্য বিষয় তৈরী করা হয়েছে। এইবারে আয়োজনে ১৫টি প্রতিষ্ঠান থেকে ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে আরইউমুনার পক্ষ থেকে।
লিখিত বক্তব্য তিনি আরো বলেন, ২০ ডিসেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনটির উদ্ভোধন করবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক। ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রথম দিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্মেলন চলবে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদপত্র এবং ক্রেস্ট তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এসএটিভি, ইনডিপেনডেন্স টিভি, জাগো নিউজ ২৪ ডট কম। রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও পদ্মা।
এসময় উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাজ্জাদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) সভাপতি দেওয়ান বাধন, সাংগঠনিক সম্পাদক অর্পিতা ইসলাম সূচি এবং আরইউমুনার সদস্যবৃন্দ।
এমআই