বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ ১১ ডিসেম্বর দুপুর ২.০০ টায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দর রোডে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে দু জনের মৃত্যু ও অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
দূর্ঘটনাটি ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দর রোডের ঘুন্টি ঘড় এলাকায় ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাক টি স্থলবন্দর যাচ্ছিলো।বিপরীত দিক থেকে আসা অটো ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।অপর তিন যাত্রী গুরুতর আহত হন।তাদের ভুরুঙ্গামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ডিউটি অফিসার রাহনুমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তানহা আজমী