বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
মো. আরিফুল ইসলাম, তিতুমীর কলেজ:
রাজধানী সরকারি তিতুমীর কলেজের অন্যতম সহ-শিক্ষামূলক সংগঠন তিতুমীর কলেজ আইটি সোসাইটি। দেড় বছর অনলাইন-অফলাইন কার্যক্রম শেষে, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ২০২১ সালের ৯ ডিসেম্বর গুটিকয়েক শিক্ষার্থীর হাত ধরে ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। ‘Make Your IT Career’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনে দিনে বহুদূর এগিয়ে গেছে সংগঠনটি।
৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে (বুধবার) এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম, সভাপতি আরিফ হোসাইন রাজন, সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম, সহ-সভাপতি মানসুরা স্মৃতি, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রিফাত সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম আইটি সোসাইটির কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা ও উপস্থিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য পরামর্শ এবং প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
উৎসবমুখর এই আয়োজনে সোসাইটির সদস্যরা একত্রিত হয়ে নিজেদের অর্জন উদযাপন করেন এবং নতুন উদ্দীপনায় সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার করেন।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ্য করে প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনাকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনের নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় গতবছরের জুলাই মাসে ঢাকা অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের জন্য মেগা টেক ফেস্ট ‘টেক ম্যানিয়া’ ইভেন্ট সম্পন্ন করে সংগঠনটি। যেখানে টেক জায়ান্টরা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের বিভিন্ন গল্প, অভিজ্ঞতা ও পরামর্শ প্রদান করে।
এছাড়া পাঁচ হাজারের ও অধিক শিক্ষার্থীকে আইটি সেক্টরের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দু'শয়ের অধিক শিক্ষার্থীর কর্মসংস্থান এর ব্যবস্থা করে সংগঠনটি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য নানা সুযোগ প্রদান করে।
নানা প্রতিকূলতা কাটিয়ে সংগঠনটি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ক্যারিয়ারে পথ দেখাতে অন্যতম সংগঠন হিসেবে স্থান পেয়েছে, নাম পেয়েছে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সারথী হিসেবে।
সফলতার এমন পর্যায়ে এসে সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন, ধীরে ধীরে আমরা অনেক বড় একটি পরিবার হয়ে গেলাম। সফলভাবে ৩টি বছর কাজ করতে পেরে সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতেও এই সংগঠন শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কাজ করে যাবে। তথ্য প্রযুক্তির অপার সম্ভাবনার দুয়ার খুলতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি।
এমআই