বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
গ্রাহকদের জন্য উদ্ভাবনী স্মার্ট হোম সল্যুশন আনতে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। সংযুক্ত ও ডিজিটাল জীবনধারার প্রসারে এটি এক মাইলফলক পদক্ষেপ।
গ্রামীণফোন ও বিটিআই-এর মধ্যে সম্প্রতি এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের আবাসন খাতে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে স্মার্ট হোম সুবিধা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান খান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌথ এই উদ্যোগে ব্যবহার করা হবে ‘আলো’র বিভিন্ন পণ্য। এগুলোর মধ্যে রয়েছে গ্যাস ও স্মোক ডিটেক্টর, স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট সুইচ, যা বিটিআই এর আসন্ন আবাসন প্রকল্পগুলোতে ব্যবহার করা হবে। এসব সল্যুশনের মাধ্যমে বাসিন্দারা মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে ও নিরবছিন্নভাবে নিজের বাড়ির খেয়াল রাখতে পারবেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ”প্রথমবারের মতো নেয়া এমন যৌথ উদ্যোগ আবাসন খাত ও প্রযুক্তির সমন্বয়ে এক নতুন ধারার সূচনা করবে। আমরা স্মার্ট হোম ধারণাকে গ্রাহকদের কাছে বাস্তব করে তুলতে চাই; যার মাধ্যমে তারা সত্যিকার অর্থে ডিজিটাল লাইফস্টাইলের অভিজ্ঞতা নিতে পারবেন।”
বিটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান খান বলেন, ”বিটিআই’র সকল স্থাপনায় অত্যাধুনিক ডিজিটাল সল্যুশন ব্যবহারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ; যৌথ এই উদ্যোগ তারই প্রতিফলন। এর মাধ্যমে আমাদের গ্রাহকরা আরো স্মার্ট, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করতে পারবেন।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, হেড অব লার্জ একাউন্টস এম শাওন আজাদ, হেড অব নিউ বিজনেস ডেভেলপমেন্ট আবদুল্লাহ আল মাহমুদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আরভিদ চৌধুরী, হেড অব লার্জ একাউন্ট থ্রি এ.কে. এম হাবিবউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার শারমিন বিনতে বিল্লাল ও অন্যান্য কর্মকর্তারা। উদ্ভাবনী ও টেকসই আবাসনের প্রতি সমর্থন জানাতে এ সময় বিটিআই-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো নেয়া এমন উদ্যোগ বাড়ির মালিকদের দেবে আরো সুবিধা ও নিরাপত্তা, যা উভয় কোম্পানির প্রতিশ্রুতি। পাশাপাশি দেশজুড়ে বসতবাড়িতে ডিজিটাল সমন্বয়ের পথ প্রথস্ত করলো এই পদক্ষেপ।
এমআই