মুরাদ হোসেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বছরের ডেস্ক এবং ওয়াল ক্যালেন্ডার ও ডায়েরি'র পরিবর্তন আসতে চলেছে। তবে কোন কোন বিষয় বাতিল কিংবা পরিবর্তন আসবে তা নিশ্চিত হওয়া যায় নি। সংযুক্ত ছবিতেও আসতে পারে পরিবর্তন।
পরিবর্তনের সারিতে প্রথমেই বিশ্ববিদ্যালয় দিবস ১১ ই সেপ্টেম্বরের পরিবর্তন আসবে। এছাড়াও ১৭ই মার্চ, ১৫ই আগস্ট ছুটি বাতিল করা হয়েছে। বাকি ছুটিগুলো সরকারি বিধি মেনে কার্যকর করা হবে।
ডায়েরিতে অনুষদীয় ডিন এবং বিভাগীয় চেয়ারম্যান সহ স্থায়ী পদ ব্যতিরেকে অন্যান্য পদের পরিবর্তনের তালিকা উঠে আসবে। নবাগত উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন শাখার পরিচালক বৃন্দের নাম সংযোজিত হবে নতুন বছরের ডায়েরিতে। আবাসিক হলগুলোর সুপারদের পরিচিতি যুক্ত হবে কিনা তা নিশ্চিত করে জানা যায় নি। তবে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল অ্যাপে সর্বস্তরের পরিবর্তন দেখানো হয়েছে অনেক আগেই।
বার্ষিক ডায়েরি, ক্যালেন্ডার ও অন্যান্য প্রকাশনীর সদস্য সচিব খাদেমুল ইসলাম বলেন, ক্যালেন্ডার-ডায়েরি তৈরির কার্যক্রম চলমান রয়েছে। একাডেমিক কাউন্সিল এবং রিজেন্ট বোর্ড পুনর্গঠনের জন্য খানিকটা সময় লাগবে এবারে। তবে ক্যালেন্ডার সরকারি ছুটির তালিকা অনুয়ায়ী প্রকাশিত হবে।
ওই কমিটির আহ্বায়ক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা বলেন, শুরুতে ডেস্ক ক্যালেন্ডার প্রকাশিত হওয়ার সম্ভবনা আছে। তবে কিছুটা সময় লাগবে এ কাজে। রিজেন্ট বোর্ড এবং একাডেমিক কাউন্সিল পুনর্গঠনের পরবর্তীতে পাশের পর ক্যালেন্ডার প্রকাশিত হবে।
তিনি আরো বলেন, ভিসি সার নির্বাহী ক্ষমতাবলে যৌক্তিক কিছু সংশোধনী আনতে পারেন, তবে সেটা রিজেন্ট বোর্ড থেকে পরবর্তীতে পাশ করিয়ে নিতে হবে।
এমআই