শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস রাউন্ডের অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। ‘হাল্ট প্রাইজ ২০২৪-২৫’ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
উক্ত কমিটিতে চিফ কো-অর্ডিনেটর হিসেবে আছেন হুরে জান্নাত অর্না এবং চিফ ইনোভেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বায়েজিদ হাসান শাওন।
এছাড়াও ৫টি উইং-এ বিভক্ত এই কমিটিতে ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন উইং লিডার হিসেবে আছেন আনিকা তাবাসসুম সাদিয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন উইং লিডার হিসেবে মুনতাসির নাছের, গ্রাফিকস অ্যান্ড কন্টেন্ট উইং লিডার হিসেবে মো. সাইদুল ইসলাম, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড আউটরিচ উইং লিডার হিসেবে ফাদিয়া মোশারত এবং প্রেস অ্যান্ড ডকুমেন্টেশন উইং লিডার হিসেবে আছেন একা তালুকদার।
এছাড়াও ২৯ সদস্যের এই অর্গানাইজিং কমিটিতে বিভিন্ন উইং সুপারভাইজার হিসেবে আছেন সালমা আক্তার, মীর আবু জাফর, ইরাজ আনোয়ার, দেওয়ান সৈয়দা রাইসা তাসনিম এবং তারিন সুমাইয়া।
বিভিন্ন উইংয়ের এক্সিকিউটিভ হিসেবে আছেন হিমন ভূঁইয়া, আবদুল্লাহ আল সায়েম, মেহেদী হাসান আবীর, তাহমিদ তাজওয়ার, সাব্বির আহম্মেদ শিমুল, মো. করিম, মো. হান্নান, মাহির নাসির পলক, মো. আসিফ, ফাইয়াজ মোজাম্মেল লালন, জাওয়াদ উর রাকিন খান, নাজিফা তাবাচ্ছুম নাবিলা, সাদিয়া নওশীন ঐশী, মারিয়ম আক্তার শিল্পী, সৈয়দা সাবরীনা আলম এবং আমেনা আক্তার।
হাল্ট প্রাইজ ২০২৪-২৫ কমিটি নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর বলেন, “হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস রাউন্ড ২০২৪-২৫ আগামী দুই মাসব্যাপী চলমান থাকবে। পুরো প্রতিযোগিতা তিনটি ভিন্ন রাউন্ডে সম্পন্ন হবে। বিভিন্ন সেশন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা ও সফলভাবে শেষ করার জন্য ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টি থেকে এক্সপার্টাইজ অনুযায়ী উইং অনুযায়ী বেশকিছু শিক্ষার্থীদের নিয়েই আমাদের এবারের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দুইজন প্রধান, ৫টি উইংয়ের লিডার এবং অন্যান্য সদস্যসহ মোট ২৯ জন আছে। আমার প্রত্যাশা, সবাইকে নিয়ে আমাদের সবগুলো রাউন্ড, প্রোগ্রাম ও কার্যক্রম সফলভাবে শেষ করা এবং এর মাধ্যমে সর্বত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখা।”
উল্লেখ্য, ৫ম বারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এই অন-ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতা। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সময় জার্নাল/এলআর