জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মাঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহবুব উজ জামান। বৃহস্পতিবার ( ১০) ডিসেম্বর দপ্তর সম্পাদক মাহফুজ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আহনাফ জামান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরান আল বান্না ইউশা, অর্থ সম্পাদক রাকিবুল হাসান নুর, দপ্তর সম্পাদক মাহফুজ আলম, কার্যনির্বাহী সদস্য মো. নাফিস উদ্দিন ফুয়াদ এবং মারুফ বিল্লাহ রিফাত।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে ক্যাম্পাস সাংবাদিকতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যাত্রা শুরু হয়।
সময় জার্নাল/এলআর