কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
বিজয়ের সাজে সজ্জিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। রঙিন আলোকসজ্জায় ক্যাম্পাস যেন একখণ্ড লাল-সবুজের পতাকা। আলোরও আছে নিজের ভাষা। ওই ভাষায় লাল-সবুজ মানেই প্রিয় বাংলাদেশ। তাই আলোয় এই দুই রঙের প্রভাবই একটু বেশি। তবে আনন্দের এই রঙিন শহরে ঠাঁই হয়েছে নীল-হলুদসহ বাহারি আলোর।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, বিজয় দিবসকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে নোবিপ্রবি। ক্যাম্পাসের আলোকসজ্জায় শিক্ষার্থীদের মনে হচ্ছে তারা নতুন করে বিজয়ের স্বাদ গ্রহণ করছেন।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, অডিটোরিয়াম ভবন, হলসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলোতে বাহারি রঙের ছড়াছড়ি। লাল-সবুজের আলোকসজ্জা ফুটিয়ে তুলছে বাংলাদেশের বিজয়কে। আলোকসজ্জা উপভোগ করতে শিক্ষক- শিক্ষার্থীসহ অনেকেই ভিড় করেছেন ক্যাম্পাসে।
ক্যাম্পাসে মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. হিমেল হিমেল আহমেদ বলেন, বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে যে আলোকসজ্জা করা হয়েছে তা বেশ মনোমুগ্ধকর ও উপভোগ্য।
খুবই ভালো লাগছে ক্যাম্পাসের সাজসজ্জা দেখে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি এবং সুন্দরভাবে বাঁচতে পারছি সেসব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
এই দিবসটি উপলক্ষে সকল ৯ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, ১০ টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সশস্ত্র সালাম, ১০ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা, ১১ টা ৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ এবং দুপুরে আবাসিক হল সমূহে নৈশভোজে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমআই