মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। যাত্রা শেষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে সাড়ে ১০টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোবাযাত্রায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররাম হোসেন, সহ-সভাপতি মোজারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, আলহাজ্ব সোলায়মান মোল্লা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক উদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুলসহ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল, মৎস্যজীবী দল ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন।
শোভাযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা হয়।
শোভাযাত্রা শেষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সময় জার্নাল/এলআর