নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই দলটি আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে আত্মপ্রকাশ করতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণই তাদের লক্ষ্য। এরই মধ্যে নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে তারা। জেলা ও উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমও শুরু হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, গতকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল। বিভিন্ন কারণে তা সম্ভব হয়ে উঠেনি।
সূত্র থেকে জানা যায়, ইতোমধ্যে দলটি ১০০টির কাছাকাছি উপজেলা কমিটি দিয়েছে। আরও ৫০টি কমিটির খসড়া প্রস্তুত করা হয়েছে। সংগঠনটির লক্ষ্য, ৪০০ উপজেলা কমিটি দেওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এসব কমিটি নিজ নিজ জেলা কমিটি নির্ধারণ করবে। এ ছাড়া এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ বেশ কয়েকটি দলের সঙ্গে নাগরিক কমিটির আলোচনা হয়েছে। তবে জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
দল হিসেবে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন,আমরা এখনও এ বিষয়ে কাজ শুরু করিনি। আমরা আগে দল গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। আত্মপ্রকাশের পর এ নিয়ে কাজ শুরু করব।
গতকাল সকালে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারি জানান, আগামী দু-এক মাসের মধ্যে ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা করা হবে।
তানহা আজমী