আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের একটি খ্রিস্টান স্কুলে সোমবার বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান এ কথা জানান।
ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী ম্যাডিসনের অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই গোলাগুলি ঘটে।
সোমবার দুপুরে স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এটিএফ এজেন্টরা স্থানীয় আইন প্রয়োগকারীকে সহায়তা করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে বলেছেন, 'আমরা বাচ্চাদের, শিক্ষাবিদদের এবং সমগ্র অ্যাবন্ডেন্ট লাইফ স্কুলের সাথে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরো তথ্যের জন্য অপেক্ষায় আছি এবং ফার্স্ট রেস্পন্ডারদের প্রতি কৃতজ্ঞ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।'
অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুল একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান এবং তাদের ওয়েবসাইট অনুসারে কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত প্রায় ৩৯০ জন শিক্ষার্থী রয়েছে।
সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে উইসকনসিনের স্কুলে গোলাগুলির বিষয়টি অবহিত করা হয়েছে।
সময় জার্নাল/এলআর