শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

গ্রামীণফোনে নিরবচ্ছিন্নভাবে অনলাইন ভিডিও দেখার সুযোগ

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
গ্রামীণফোনে নিরবচ্ছিন্নভাবে অনলাইন ভিডিও দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, মোবাইল ইন্টারনেট বাজারে একটি উদ্ভাবনী অফার উন্মোচন করেছে। সম্প্রতি চালু হওয়া সীমাহীন ইন্টারনেট পোর্টফোলিওর আওতায় লিমিটলেস সোশ্যাল ও ভিডিও প্যাকে প্রথমবারের মতো গ্রাহকরা সীমা বা গতির সীমাবদ্ধতা ছাড়াই নির্দিষ্ট প্ল্যাটফর্মে পাচ্ছেন লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা। অফারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহক অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হয়, তারা উপভোগ করতে পারেন সংযোগের অবাধ স্বাধীনতা।

অনন্য এই অফারের সুযোগ মিলছে ‘লিমিটলেস ভিডিও প্যাক’ ও ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এই দুই ভাগে। ‘লিমিটলেস ভিডিও প্যাক’ এর আওতায় থাকছে নিরবিচ্ছিন্ন ও সীমাহীন ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও লাইকি ব্যবহারের সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে গ্রাহকরা মাত্র ১৮৯ টাকায় ননস্টপ ভিডিও উপভোগ করতে পারবেন। ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এর আওতায় থাকছে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) ও ইমো ব্যবহারের সীমাহীন সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে খরচ পড়বে ২৮৯ টাকা।

এই ডাটা প্যাকগুলো চালু করার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করল গ্রামীণফোন। সীমিত ইন্টারনেট ও স্পিড লিমিটের ভাবনা ছাড়া গ্রাহকরা উপভোগ করতে পারবেন তাদের পছন্দের সব প্ল্যাটফর্ম। সংযোগ, স্বাচ্ছন্দ্য ও অনন্য সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে গ্রামীণফোনের সংকল্পের প্রতিফলন এই প্যাকগুলো।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “গ্রাহকদের জন্য প্রযুক্তিকে আরো অন্তর্ভূক্তিমূলক ও কার্যকর করাতে বিশ্বাস করি আমরা। গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনকভাবে এই নতুন প্যাকগুলো সাজানো হয়েছে, যাতে গ্রাহকের ক্ষমতায়ন নিশ্চিত হয়; তারা কানেক্টেড থেকে আরো অনেক কিছু উপভোগ করতে পারেন। সুবিধাজনক এই ডিজিটাল সল্যুশনগুলো অনলাইন ব্যবহারে বৈচিত্র্য আনবে, যা নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যের প্রতিফলন ।”   
মাই জিপি অ্যাপ-এর মাধ্যমে, *১২১# ডায়াল করে অথবা রিটেল টাচপয়েন্টে বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মতো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জের মাধ্যমে আকর্ষণীয় এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রাহকরা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল