ক্যাম্পাস প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন ও মাইক্রোবায়োলজি অ্যান্ড ইম্যুনোলজি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-এলাহী।
রবিবার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক ড .এ.টি.এম.মাহবুব-ই-এলাহীকে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।
এতে শর্ত হিসেবে উল্লেখ করা হয়, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, অধ্যাপক এ.টি.এম.মাহবুব-ই-এলাহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ১৯৯৭ সালে সরকারি ভেটেরিনারি কলেজ থাকা অবস্থায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি সিকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন, জাতীয় ভেটেরিনারি ডিন কাউন্সিলের আহবায়ক এবং মাইক্রোবায়োলজি ও ইম্যুনোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে আছেন।
(বার্তা প্রেরক মো:আল আমীন বাপ্পি,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
তানহা আজমী