মো. মাইদুল ইসলাম: পরিচ্ছন্নতা শুরু হোক আমার নিজের থেকেই ৷ 'এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার'। এই মহান ব্রত নিয়ে নিয়মিত সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এরই ধারাবাহিকতায় বিডি ক্লিন ঢাকা উত্তর(মহাখালী জোন) পরিচ্ছন্ন করলো সরকারি তিতুমীর কলেজ ও এর চারপাশ।
২৫ জুন (শুক্রবার) বিকেলে বিডি ক্লিন ঢাকা উত্তর(মহাখালী জোন) এর সদস্যরা সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস, এর আশেপাশে ও আমতলী থেকে ওয়্যারলেস পর্যন্ত এ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেন।
অতিমারীর এ সময়ে অনেকেই যখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। পুরো পৃথিবী যখন করোনার প্রভাবে থমথমে অবস্থা। লকডাউন করে দেওয়া হয়েছে অনেক স্থান। ঠিক এই পরিস্থিতিতে দেশের তরুণ সমাজ দেশকে ২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ করার লক্ষ্য এই মহান কাজ সম্পন্ন করেছেন।
তরুণরাই শক্তি, তরুণরাই দেশের চাবিকাটি। এই তরুণদের দ্বারাই হবে দেশের পরিবর্তন। তারুণ্যে উজ্জীবিত হয়ে, দেশের প্রতি ভালবাসা ও দায়বদ্ধতার জায়গা থেকে এই মহতী উদ্যেগে অংশগ্রহণ করেন তরুণ সমাজ।
উল্লেখ্য, প্রতি শুক্রবার সারাদেশের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম করে থাকেন বিডি ক্লিনের সদস্যরা।
সময় জার্নাল/এমআই