কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমের ২৭ বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করেছেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান। মধ্য রাতে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র'র উপস্থিতিতে নিরাপদ বৃদ্ধাশ্রমে থাকা বয়স্কদের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদেরকে কম্বল দেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক ও নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেদুর রহমান সাজু প্রমূখ। এসময় জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন,বৃদ্ধাশ্রমের উন্নয়নের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে কাজ হবে। পরে তিনি সৈয়দপুর উপজেলার ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য রওয়ানা হন।
তানহা আজমী