রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনে তেল সঞ্চালন শুরু ফেব্রুয়ারিতে

রোববার, ডিসেম্বর ২২, ২০২৪
চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনে তেল সঞ্চালন শুরু ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিনিধি:

ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক আর মার্চে বাণিজ্যিকভাবে অপারেশনে যাবে চট্টগ্রাম-ঢাকা তেলের পাইপলাইন। পাইপলাইনটি জ্বালানি তেল পরিবহনে অপচয় রোধসহ অনেকদিক থেকে স্বস্তি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান।

তিনি বলেছেন, চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনের ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। পাইপলাইনটি চালু হলে তেলের নিরাপদ পরিবহন নিশ্চিত হবে। পাশাপাশি লাইটারেজে করে আনার ক্ষেত্রে খরচ ও অপচয়ের বিষয়টিও থাকছে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাইপলাইনটি দিয়ে ডিজেল আনা হবে। আমাদের ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল ৭০ শতাংশ। সেই চাহিদা সরবরাহ নিশ্চিত হয়ে যাবে। পেট্রোল ও অকটেন আগে যেভাবে সরবরাহ করা হতো, কখনও রেলওয়ে ওয়াগনে করে, কখনও নদীপথে ট্যাংকারে করে, সেভাবেই আসবে।

এক প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান বলেন, রেলে করে তেল আনতে অনেক রকম সমস্যা পোহাতে হয়। যথা সময়ে লোকোমোটিভ (ইঞ্জিন) পাওয়া কঠিন হয়। গত সপ্তাহেও লোকোমোটিভ পাওয়ার জন্য খোদ রেলওয়ে সচিবের সঙ্গে কথা বলতে হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম তেলের পাইপলাইনের জন্য ২০১৭ সালে প্রাক সমীক্ষা করা হয়। শুরুতে মেয়াদ ছিল ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কাজ শুরুই হয় ২০২০ সালে। প্রথম দফায় ২০২২ সালের ডিসেম্বর, দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ হয়। ব্যয় বৃদ্ধি ছাড়া আরও ৬ মাস প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিপিসি।

প্রকল্পটি ঠেকিয়ে রাখতে তেল পরিবহনকারী লাইটারেজ মালিকরা প্রকাশ্যে মাঠে নেমেছিলেন এক সময়। তাদের কারণেই অনেকটা ধীর গতি লক্ষ্যণীয়। আবার তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন তেল চুরির সিন্ডিকেটের লোকজনও। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে পাইপলাইনটি।

বিপিসি চেয়ারম্যান বলেন, সেচ মৌসুম নিয়ে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে কোনো রকম সমস্যা হবে না। প্রাক্কলিত চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হয়েছে। উত্তরাঞ্চলের পরিবেশকদের কনফারেন্স করা হচ্ছে। সেটিও সেচ মৌসুমকে সামনে রেখে।

বর্তমানে দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৩ লাখ মেট্রিক টন। ২০৩০ সালে ৯৩ লাখ টনের প্রাক্কলন করা হয়েছে, এরমধ্যে ৬৭.১৯ শতাংশ ডিজেল।বাংলাদেশে জ্বালানি তেল উৎপাদন করে না, গ্যাস ফিল্ডগুলো থেকে প্রাপ্ত কনডেনসেট থেকে পেট্রোল এবং ৪০ শতাংশের মতো অকটেন যোগান আসে।

বিপুল পরিমাণ ডিজেলসহ অন্যান্য পণ্য আমদানি করে যোগান দেওয়া হয়। বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করা হয় নদীপথে। কিন্তু নদীবন্দরগুলোতে নাব্যতার অভাবে বড় জাহাজ বন্দরে ভিড়তে পারে না। তাই নির্ভর করতে হতো লাইটারেজ জাহাজের ওপর।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল