নিজস্ব প্রতিবেদক:
গবেষণাধর্মী পত্রিকা "মাসিক নতুন সফর"-এর সম্পাদক, বিশিষ্ট ইসলামিক স্কলার ও বুদ্ধিজীবী মুহাম্মদ আশরাফ হোসেইন গতকাল ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার পাকিস্তানের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশের ইসলামি মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মুহাম্মদ আশরাফ হোসেইন ছাত্রজীবনে ময়মনসিংহ জেলা ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। ইসলামি গবেষণা ও সাংবাদিকতায় তিনি অসামান্য অবদান রেখেছেন। "মাসিক নতুন সফর" পত্রিকার মাধ্যমে তিনি ইসলামিক চিন্তাভাবনা, সমাজ সংস্কার এবং নৈতিকতার প্রচারে কাজ করেছেন।
আজ সকাল ১০টায় পাকিস্তানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম হাফেজ নাঈমুর রহমান। এছাড়াও পাকিস্তান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম শোক বার্তায় বলেন, "মুহাম্মদ আশরাফ হোসেইন ভাইয়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম 'মাসিক নতুন সফর' পত্রিকায় সাংবাদিক হিসেবে এবং সৌভাগ্যক্রমে ইসলামিক স্কলার অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, পিএ নজির, মিয়া মুহাম্মদ আইয়ুব, ইব্রাহিম ভাই, এমদাদুল হক এবং অবসরপ্রাপ্ত জেলা জজ সিরাজুল ইসলাম তালুকদারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আশরাফ হোসেইন ভাইয়ের নৈতিক শিক্ষা ও দিকনির্দেশনা আমার পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছে।_"
মুহাম্মদ আশরাফ হোসেইন ছিলেন সমাজের একজন আলোকবর্তিকা। তিনি ইসলামি শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
এমআই