আর্থিক খাতের সাম্প্রতিক অনিশ্চয়তা সত্ত্বেও, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক প্রবৃদ্ধির অমিত সম্ভাবনা রয়েছে। আজ (২২ ডিসেম্বর, রবিবার) রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন রশীদ এভাবেই তার আশাবাদ ব্যক্ত করেন। শেয়ারহোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, “আগামীতে বাজার আরও চাঙ্গা হবে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতে ব্যবসা আরও বেশি লাভজনক হয়ে উঠবে।”
এই সাধারণ সভায় অন্যান্য বোর্ড পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ সুদহার, বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও মুদ্রাস্ফীতি জনিত কারণে এ বছর শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ (ডিভিডেন্ড) প্রদান করা হবে না।
এসময় শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন রশীদ বলেন, “বর্তমানে সারা বিশ্ব মুদ্রাস্ফীতি, যুদ্ধ ও সংঘাতের মতো নানা সঙ্কটের মুখোমুখি হচ্ছে। ফলে, এই বছর আমাদের শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ দেওয়া সম্ভব হচ্ছে না।” একইসাথে, তিনি প্রতিষ্ঠানের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে বলেন, “আমরা খুব শীঘ্রই সঙ্কট মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের অংশীদাররা এতোদিন আমাদের ওপর আস্থা রেখেছেন। আগামীতেও আমাদের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদী আমরা।”
Energypac AGM conveys prospects of business growth to shareholders
Despite the recent uncertainties in the financial sector, Bangladeshi enterprises have immense potential to benefit from business-to-business growth. Managing Director and Chief Executive Officer of Energypac Power Generation PLC Humayun Rashid expressed his optimism at the 29th Annual General Meeting (AGM) of the company at Raowa Convention Hall in the city on Sunday. “The upcoming market will be far better. And I believe, business profitability will be higher in the coming days,” he told the shareholders.
Energypac Power Generation PLC’s Chairman engineer Rabiul Alam chaired the meeting attended by other board directors and independent directors. According to the decision taken at the AGM, no cash dividend would be paid to shareholders this year owing to high interest rates, forex volatility and inflation.
“The whole world is dealing with several crises such as inflation, war and conflict. As a result, it is not possible to pay any cash dividends to our shareholders this year,” Mr Humayun Rashid said expressing gratitude to the shareholders for their understanding of the situation. He, however, expressed his confidence that the company would be “able to turn the corner soon”. “We hope that our partners, who have trusted us so far, will continue to support us in the future.”
সময় জ়ার্নাল/টিএ