নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ে ভয়বাহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের সুবিধাভোগী আমলাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তার ফেসবুক প্রােফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, সাবধান করার সময় আর নাই। আপনারা বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন। পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে।
সারজিস আলম তার ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিলো তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো।
তিনি আরও লেখেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিলো। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই।
এমআই