কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সীরাত (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর ইউনিয়ন জামায়াতের আমীর শিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখেন জামায়াতের সাবেক নায়েবে আমীর ও বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের পূত্র শামীম সাঈদী। প্রধান তাফসীর পেশ করেন মাওলানা নূরুল আমিন,বিশেষ তাফসির পেশ করেন মাওলানা আরিফ আল মামুন। প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রভাষক ডঃ খায়রুল আনাম। সভা উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম। গোটা অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন কিশোর সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।
মাওলানা সাঈদী পুত্র মাওলানা শামীম সাঈদীকে এক পলক দেখার জন্য হাজার হাজার মানুষ কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ মাঠে সকাল থেকে জড়ো হতে থাকে। জোহরের নামাজ শেষে সরকারী কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। ধীরে ধীরে উপস্থিতি বেড়ে জন সমূদ্রে রূপান্তরিত হয় মাহফিলস্থান। সাঈদী পুত্র মঞ্চে উপস্থিত হওয়ার পর পরেই জন সমূদ্রে রূপ নেয় সীরাত মাহফিলের মাঠ।
সাঈদী পুত্র বলেন-সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আর কোন বাতিল শক্তিকে এদেশের মানুষ ক্ষমতার আসনে দেখতে চায় না সাধারণ মানুষ। যারা ৫ আগষ্টে দেশ ছেড়ে পালিয়েছে তারাই ক্ষমতাকে পাকাপোক্ত করতে কোরআনের পাখিকে ১৩ বছর অন্যায় ভাবে জেল হাজতে আটক করে রেখেছিল। উপস্থিত জনতার উদ্দেশ্যে সাঈদী পুত্র বলেন,আপনারা কি জামায়াত নেতাদের অন্যায় ভাবে হত্যার বিচার চান-উত্তরে উপস্থিত জনতা শ্লোগানে শ্লোগানে বিচারের দাবীত তোলেন। তিনি সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার আহবান জানিয়ে দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজুরুল ইসলাম রতন।
এমআই