সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়াজদা, এসইএল, জেনারেশনবিডি২৪ ও আইপিএসডি'র যৌথ উদ্যোগে রাজধানীর পান্থপথে এসইএল সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।
গণমাধ্যমে খুন, ধর্ষণ, দুর্নীতি, সংঘাতের মত খবরগুলো নিত্যনৈমেত্তিক ব্যাপার। প্রতিনিয়ত এ ধরণের সংবাদ তৈরিতে সাংবাদিকদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই কিভাবে স্ট্রেচ বা চাপমুক্ত থাকতে হয়, সেই কৌশল নিয়ে থিয়েট্রিক্যাল মেথডে, ইন্টারেকটিভ সেশন পরিচালনা করেন নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান-ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি-ওয়াজদা’র দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান ও লাইফ কোচ আহমেদ ওয়াসিমুল বারি।
দ্বিতীয় সেশনে, এআই ব্যবহার করে ফ্যাক্ট চেকিংয়ের কৌশল ও ভূয়া সংবাদ চিহ্নিতকরণে নানা পদ্ধতি নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার দ্যা নিউক্যাসল ইউনিভারসিটির বিজনিজ অব অ্যানালিটিকসের অধ্যাপক ড. শাহ জে. মিয়া।
এছাড়া, সমসাময়িক এ সময়ে নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানের রাহুগ্রাস থেকে মুক্ত হতে না পারলে, সঠিক সাংবাদিকতা কঠিন হবে। তাই সাংবাদিক সংগঠনগুলোকে শক্তিশালী করা ও অধিকার আদায়ে তাদের আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় তরুণ সাংবাদিকদের কর্মক্ষেত্রে সততা ও কর্মদক্ষতা নিয়ে এগিয়ে যেতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দ্যা স্ট্যাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা মো. আব্দুল আউয়াল। পুরো কর্মশালাটি পরিচালনা করেন একাত্তর টেলিভিশনের প্রতিবেদক ও উপস্থাপক মাহাদী হাসান।
এমআই