ক্রীড়া প্রতিবেদক:
এবারের বিপিএলে নেই সাকিব আল হাসান। তবে সাকিবের স্মৃতি ফেরালেন মেহেদী মিরাজ। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অ্যাঞ্জেল ম্যাথুসকে টাইমড আউট করেছিলেন সাকিব।
এবার বিপিএলে চট্টগ্রাম কিংসের লেগ স্পিন অলরাউন্ডার টম ও’কনেলকে টাইমড আউট করেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী মিরাজ। কিন্তু পরেই আউট প্রত্যাহার করে নেন তিনি। ব্যাটিংয়ের জন্য ডেকে আনেন ও’কনেলকে। পরের বলেই অবশ্য আউট হয়ে যান অস্ট্রেলিয়ান লেগি।
ঘটনা ম্যাচের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারের। প্রথম ব্যাট করে খুলনা ৪ উইকেটে ২০৩ রান তোলে। জবাবে নেমে ৫৬ রানে ৬ উইকেট হারায় চট্টগ্রাম। এর মধ্যে ষষ্ঠ ওভারের শেষ বলে আউট হন চট্টগ্রামের পাকিস্তানি ব্যাটার উসমান খান। সপ্তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরে যান আরেক পাকিস্তানি হায়দার আলী।
পরপর দুই ব্যাটার আউট হওয়ার কারণেই হয়তো ক্রিজে আসতে দেরি করে ফেলেন ও’কনেল। ক্রিজে আসতে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় টাইমড আউটের আবেদন করেন মিরাজ। তৃতীয় আম্পায়ারের সহায়তা নিয়ে তাকে টাইমড আউটও দেন মাঠে থাকা আম্পায়ার।
হতাশ ও’কনেল তখন মাঠ ছেড়ে যাচ্ছেন। এমন সময় মিরাজ আবার তাকে ক্রিজে ডেকে আনেন। নিজেই আউটের আবেদন করে আবার প্রত্যাহার করে নেন আউট। তাতে অবশ্য চট্টগ্রাম কিংবা ও’কনেলের কোন লাভ হয়নি। শেন ওয়ার্নের স্টাইলে বোলিং করা এই লেগি পরের বলেই মেহেদী মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। পরে শামীম পাটোয়ারি ৩৮ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেললেও ৩৭ রানে খুলনার কাছে হেরেছে চট্টগ্রাম।
এমআই