শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

সিকৃবি প্রাধিকারের দশম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
সিকৃবি প্রাধিকারের দশম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মো: আল আমিন বাপ্পি:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের দশম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জিহাদ আহমেদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসহাক হাসিব।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান অনুষদ ভবনের ৩য় তলার সম্মেলন কক্ষে কমিটি হস্তান্তর শীর্ষক অনুষ্ঠানে ৪২ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রাধিকারের সদ্যবিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেয়া হয়। 

প্রাধিকারের সদ্য বিদায়ী কমিটির সহকারী কোষাধ্যক্ষ সিগমা জামানের সঞ্চালনায় প্রাধিকারের বিগত কমিটির কার্যক্রম তুলে ধরেন বিদায়ী সভাপতি মোঃ মাহাদী হাসান। পরবর্তীতে অনুষ্ঠানে বক্তারা প্রাধিকারের প্রশংসা ও বিভিন্ন দিকনির্দেশনা মুলক দেন।

প্রাধিকারের সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোঃ মাহাদী হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব ই এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক, প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, সহকারী অধ্যাপক ডা. মাসুদ পারভেজ। এছাড়াও প্রাধিকারের বিগত কমিটির নেতৃবৃন্দসহ প্রাধিকারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রাধিকারের নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসহাক হাসিব বলেন, প্রাণীর অধিকার সুরক্ষিত রাখা শুধুমাত্র তাদের প্রতি মানবিক দায়বদ্ধতার বিষয় নয়, বরং এটি পরিবেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অপরিহার্য। আমাদের সংগঠনটি প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি, অবৈধ শিকার ও প্রাণী পাচার রোধ, এবং স্থানীয় জনগণের সঙ্গে একত্রে কাজ করে প্রাণীর আবাসস্থল সংরক্ষণে কাজ করছে। জীববৈচিত্র্য হল প্রকৃতির ভারসাম্যের মূল ভিত্তি। এটি রক্ষা করতে ব্যর্থ হলে আমরা পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হব। তাই, আমাদের সংগঠন সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।

৪২ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি- মোঃ মাসুদুর রহমান খোন্দকার, তারেক সিদ্দিকী, রিফাত ইসলাম রাইন, জান্নাতুল নাঈমা; যুগ্ন সাধারণ সম্পাদক- সিগমা জামান, হালিমা রহমান মুন, আফম আব্দুল্লাহ, পুজা রাজবংশী থারুনী, কোষাধ্যক্ষ- মোঃ শাহিন আলম;  সহকারী কোষাধ্যক্ষ- মোঃ বিদ্যুৎ হোসেন, নুসরাত জাহান তন্নী; সাংগঠনিক সম্পাদক (ওয়াইল্ডলা­ইফ)- মোঃ তানভীর হাসান ভূঞা, আহসান সিদ্দিক সাইম; সাংগঠনিক সম্পাদক (ডোমেস্টিক­ এন্ড পেট এনিম্যাল)-সাব্বির আহমেদ, তন্ময় রায় রুদ্র; সাংগাঠনিক সম্পাদক (ফিশারিজ)-ত্রীনা নিশীতা, প্রীতি রঞ্জন তালুকদার,  সাংগাঠনটিক সম্পাদক (জেনেটিক রিসোর্স)- ফারহান বিন আলম,দীপ দাস; প্রাধিকার রেস্কিউ উইং প্রধান -দীপ্ত দাস, সহকারী রেস্কিউ উইং- জিহাদ খান,অনিক দেবনাথ , রাহাতুল আশিকিন, মোঃ বাদশাহ ফাহাদ; ল-কনসার্ন সম্পাদক-ইমতিয়াজ রশীদ রাফি, প্রবির মিত্র; অফিস সম্পাদক- আকলিমা হক আঁখি, মোঃ তারিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স সম্পাদক - শফিকুল ইসলাম, সাবরিনা সরকার নিশা; জনসংযোগ সম্পাদক - মোঃ রাকিব রায়হান, মোঃ তৌফিকুর রহমান। এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- নুর মোহাম্মদ সাগর,জামিল আহমেদ, শেখ সাকিব, মাইশা হক রিদু, মাহমুদা জাহান ত্রিপ্তী, শীহান রাজ, শেখ মোঃ তানভীর, দয়াল বর্মন।

উল্লেখ্য, সেভ এনিম্যালস, সেভ দ্যা প্লানেট’ স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ৫ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে প্রাধিকার। প্রতিষ্ঠালগ্ন থেকেই সিলেট অঞ্চলে প্রাণীদের অধিকার সংরক্ষণে সফলতার সহিত কাজ করে যাচ্ছে সংগঠনটির সদস্যরা। প্রাণীর অধিকার ও জীববৈচিত্র্য নিয়ে কাজের জন্য ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে সংগঠনটির সদস্যরা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল