রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ; সভাপতি মোজাহিদ, সম্পাদক সবুজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ; সভাপতি মোজাহিদ, সম্পাদক সবুজ

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর: 

'গাজীপুর সাংবাদিক পরিষদ' নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রয়াত সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে গাজীপুর কেন্দ্রিক ভিন্নধর্মী চিন্তা-ধারার সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন,'সত্য ও শোষিতের পক্ষে' শুধু শ্লোগানেই সীমাবদ্ধ থাকবে না। এটি হবে বহুমাত্রিক চিন্তা ও কর্মের কন্ঠস্বর। নিবেদিত থাকবে দেশ, বিপন্ন মানুষ ও মানবতার জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন । তাঁর বক্তব্যে তিনি গাজীপুরে এতো সংগঠন থাকা সত্ত্বেও এই সংগঠনটির প্রয়োজনীয়তা ব্যাখা করেন।

জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক মিঠুন সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি,প্রাবন্ধিক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর। তিনি গণমাধ্যমের ভূমিকায় দেশের আমূল পরিবর্তনের কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনসহ দেশ বরেণ্য সাংবাদিকদের প্রসঙ্গ টানেন। সবশেষে প্রয়াত সাংবাদিক ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে স্মরণ করার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি,প্রাবন্ধিক ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর খোকন, কলাম লেখক ও সাংবাদিক সাঈদ চৌধুরী। 
প্রধান উপদেষ্টা ছাড়াও আরও দু'জন স্থায়ী উপদেষ্টা গঠনমূলক আলোচনা করেন। তাঁরা হলেন সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক রুবেল সরকার ও সাংবাদিক মো. কামরুল ইসলাম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানের ২য় পর্বে আগামী ২০২৫-২০২৬ সনের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন (দৈনিক ভোরের কাগজ)। এ সময় তিনি বলেন, কমিটিতে তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে। 

দৈনিক দেশ বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ'কে সভাপতি ও সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

অন্যান্য দায়িত্বশীলরা হলেন: সিনিয়র সহসভাপতি প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, সহ সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, দফতর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত হোসেন, সহ দফতর শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-সাদি, আইন সম্পাদক সাইফুল ইসলাম শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতাপ চন্দ্র বর্মণ, ধর্ম সম্পাদক মনজুর আলম ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান মিঠুন। 

কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ চৌধুরী, নিত্যবেলা ডটকমের স্টাফ রিপোর্টার মিঠুন সিদ্দিকী, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়ের প্রধান, সাংবাদিক অমিতাভ হালদার, শরীফুল ইসলাম (News24 মাল্টিমিডিয়া), দেলোয়ার শিকদার, মো.সাদ্দাম হোসেন (দৈনিক বর্তমান), জাহিদুল ইসলাম খান, সাইদুল ইসলাম রানা, ইকবাল হোসেন ও মো. মনিরুজ্জামান (আনন্দ টিভি) ও মোবারক হোসেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল