সময় জার্নাল প্রতিবেদক : রাজধানীর মগবাজার ওযারলেস গেট এলাকায় বিকট শব্দে বিস্ফোরণে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, আহত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ১০ জনকে এবং বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বড় মগবাজারে একটি ভবনে বিকট শব্দে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে খবর পান। এরপর ঘটনাস্থলে ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, যদিও তারা এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত হতে পারেন নি। তবে বিস্ফোরণটি বড় ধরনের বলে মনে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে উঠে। জানালার কাঁচ ভেঙে বৃষ্টির মতো নিচে পড়ছিল। এতে পথচারীরা আহত হন। কেউ কেউ বলছিলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার বা ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত হওয়া যায়নি।
সময় জার্নাল/এসএ