সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় শিক্ষার্থীরা ভবনটি তালাবদ্ধ করে রাখে। এ সময় উপ-উপাচার্য, ট্রেজারার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী শিক্ষার্থীদের কাছে গিয়ে বিষয়টি নিয়ে আগামীকাল (রবিবার) উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে তারা তালা খুলে দেয়।
আন্দোলনকালে শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, ইবি গুচ্ছের বাইরে যাক', ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে', 'গুচ্ছের ভোগান্তি, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গুচ্ছ পদ্ধতির নানা ভোগান্তি ও বিড়ম্বনার কথা তুলে ধরে তারা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতি শুরু হলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। স্বকীয়তা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে ইবিতেও স্বতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা চালুর জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘উপাচার্য এখন ক্যাম্পাসে নেই। তিনি আগামীকাল (রবিবার) বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন। সবার সঙ্গে বসে আমরা গুচ্ছে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এমআই