স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে আগেই অনেক দূর এগিয়ে গেছে লিভারপুল। এই মুহূর্তে প্রতিযোগিতায় থাকা অন্য দলগুলোর পয়েন্ট খোয়ানোর অর্থ হলো শিরোপার লড়াই থেকে দূরে সরে যাওয়া। গতকাল শনিবার একই দিনে চেলসি ও আর্সেনালের সঙ্গে সেটিই হয়েছে। দুদলই ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে।
শনিবার অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ১৪ মিনিটে কোল পালমারের গোলে লিড নেয় ব্লুজরা। ৮২ মিনিটে ক্রিস্টালকে সমতায় ফেরান জ্যাঁ ফিলিপ মাতেতা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২ পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হয় চেলসিকে।
একই রাতের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। সেখানেও একই গল্প। ব্রাইটনের মাঠ অ্যামেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে শুরুতে লিড নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি গানাররা।
আর্সেনালের হয়ে ১৬ মিনিটে গোল করেন ইথান এনওয়ারি। ৬১ মিনিটে সেই গোল শোধ করে স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর আর্সেনালের উইলিয়াম সালিবা ফাউল করলে পেনাল্টি পায় ব্রাইটন। গোল করতে মোটেই ভুল করেনি স্বাগতিক দলের হুয়াও পেদ্রো। এতে ১-১ সমতায় ফেরে জয়ের মতোই উদযাপন করে ব্রাইটনের সমর্থকরা।
২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্সেনাল। দুই ম্যাচে হাতে রেখে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর্সেনালের সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।
সময় জার্নাল/এলআর