নিজস্ব প্রতিবেদক:
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ সোমবার (৬ জানুয়ারি) গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, 'আজ সন্ধ্যা ৭টার মধ্যে কাতারের আমিরের একটি স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আগামীকাল রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে প্রথমে ঢাকা থেকে দোহা এবং পরবর্তীতে দোহা থেকে লন্ডন যাবেন তিনি। এসময় খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান থাকবেন। এছাড়া মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা, কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসক ও চিকিৎসকদের সহকারী থাকবেন।'
ডা. জাহিদ বলেন, 'লন্ডন ক্লিনিক বলে অনেক পুরাতন হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি ওই হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরিক্ষা-নিরিক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
তিনি বলেন, 'যুক্তরাজ্য এয়ারপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির দুইজন সদস্য খালেদা জিয়াকে রিসিভ করবেন। সেখান থেকে তিনি হাসপাতালে যাবেন।'
এমআই