স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর ঘটা এক ঘটনায় ফরচুন বরিশালের অধিনায়কের বিরুদ্ধে আচরণবিধির লেভেল-১ এর ২.৬ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ কারণে তামিমকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে সতর্কবার্তাও।
বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাতুল। তিনি জানান, আম্পায়ারদের রিপোর্ট এবং সংশ্লিষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। নিয়ামুর বলেন, 'শাস্তি হিসেবে আমরা তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি এবং আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছি।'
রংপুর-বরিশালের মধ্যকার উত্তেজনায় ঠাসা ম্যাচের পর ঘটনাটি ঘটে। ড্রেসিং রুমে ফিরতে ফিরতে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা। এর মাঝেই হঠাৎ উত্তপ্ত অবস্থা, যেখানে মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। কারও দিকে তেড়ে যাচ্ছিলেন অভিজ্ঞ এই ওপেনার, তাকে থামানোর চেষ্টা করছিলেন রংপুরের এক কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম। হেলসের মুখভঙ্গি আপত্তিকর মনে হওয়ায় বিতণ্ডায় জড়ান তিনি, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। যেটা তামিমের কাছে অস্বাভাবিক মনে হয়। রংপুরের ব্যাটসম্যানকে তামিম বলেন, 'এ রকম করছো কী কারণে, কিছু বলতে চাইলে মুখে বলো। পুরুষের মতো আচরণ করো।'
তামিমের এমন কথা শুনে হেলসও কিছু বলে ওঠেন। এরপরই অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান হাত মেলাতে গেলেও ক্ষুব্ধ তামিম সেদিকে নজর না দিয়ে কথা বলতে বলতে হেলসের দিকে তেড়ে যেতে থাকেন। বরিশালের অধিনায়ককে থামাতে এগিয়ে যান রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তিনি তামিমকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন। হেলসকে ফিরিয়ে নেন রংপুরের শেখ মেহেদি হাসান।
এমআই