সিলভিয়া আক্তার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী জাহিদ হাসান রাজুকে রাজধানীর মিরপুর থেকে দুই দিন ধরে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (২৪ জুন) রাত আটটার দিকে মিরপুর থেকে নিখোঁজ হয় বলে জানান জাহিদের স্ত্রী হাফসা আক্তার।
হাফসা আক্তার আরও জানান, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমার সাথে আমার স্বামীর কথা হয়েছে। তখন ওনার নতুন চাকরীর অফার নিয়ে আমার সাথে পরামর্শ করছিলেন। এরপর থেকে তার সাথে আর কথা হয়নি। সন্ধ্যার পর ওনি টিউশনে চলে যান, পরে সেখান থেকে আর ফেরেননি। রাতে তার সাথে অনেক যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি। পরে রাত বারোটার দিকে ওনার রুমমেট জাহিদ হাসানকে ফোন দিলে বাসায় ফেরেননি বলে জানান।”
রুমমেট জাহিদ জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় আমি গার্মেন্টেসে কাজে ছিলাম তবে পাশের রুমের একজন বাসায় ছিলেন। পাশের রুমে যে ছিলো সে আমাকে জানায়, রাতে দু’জন লোক এসে জাহিদের রুমে প্রবেশ করেন, কিছু একটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। গোয়েন্দা সংস্থার কেউ হতে পারে বলে তার ধারণা।”
জাহিদ হাসান রাজু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গত বছর রসায়ন বিভাগে স্নাতকোত্তর শেষ করেছেন। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা থানার দক্ষিণ গোলবুনিয়া গ্রামে। তার নিখোঁজে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন।
সময় জার্নাল/এমআই