জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে কুরআন পুড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির বিরুদ্ধে এবং ষড়যন্ত্রকারীর শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ জানুয়ারি) বেলা ৩ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। প্রতিবাদ কর্মসূচি শেষে ক্যাম্পাসের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে মিলিত হয় সমাবেশটি ।
এসময় শিক্ষার্থীরা 'আল কুরআনে আগুন দাওনি, দিয়েছে মুসলিমদের কলিজায়', 'ছাই চাপা আগুন বুকে নিয়েই রুখে দাড়াবো আমরা', 'জান দিবো কোরআনের অবমাননা সইব না', 'আল কোরআনের অপমান, সইবে নারে মুসলমান', ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
প্রতিবাদ সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যারা চেষ্টা করছে,তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা একত্রিত হয়েছি। কোরআন মাজিদ পৃথিবীর একমাত্র নির্ভূল পবিত্র গ্রন্থ। কোরআন মাজিদে আঘাত করে মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে। ফ্যাসিবাদের দোষর এবং আধিপত্য কায়েমকারীদের তাড়াতে চাই। যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মাধ্যমে জুলাই বিপ্লবের স্বাধীনতাকে নস্যাৎ করতে চাই তারা ভুলের মধ্যে রয়েছে।আমরা সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার মাধ্যমে তাদের ষড়যন্ত্র রুখে দিব।
প্রতিবাদ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ বলেন, এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে নতুন পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই কারণ তারা ষড়যন্ত্রকারীদের কোনো প্রকার ফাঁদে পা দিইনি। তারা ভেবেছিল তাদের পরিকল্পনামাফিক শিক্ষার্থীরা একটা সাম্প্রদায়িক পাল্টা হামলা করবে। যাতে ক্যাম্পাসে একটা অরাজকতা সৃষ্টি হয়। কিন্তু আমাদের শিক্ষার্থীরা তাদের এই ফাঁদে পা দেয়নি। শিক্ষার্থীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংঘবদ্ধতার পরিচয় দিয়েছে।
এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব জায়গা নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়েছিলাম জুলাই এবং আগষ্টে। তারপর থেকে তারা ছোটখাটো ইস্যু তৈরী করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হলের মধ্যে যেসব ঘটনা ঘটা হয়েছে তা পরিকল্পিত। পরিকল্পিত ঘটনার পিছনে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়েছে। এর আগেই ষড়যন্ত্র করা হয়েছিল,ভবিষ্যতেও তারা ষড়যন্ত্র করবে। বিপ্লবী জনতাকে সেইসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিপ্লবীদের বুঝতে হবে কোনটা ষড়যন্ত্র এবং বিপ্লবকারীদের মধ্যেও অনেকে ষড়যন্ত্র করার সুযোগ নেয়। বিপ্লবীদের তাদের আক্কেল জ্ঞান খরচ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসতে হবে। দেশের শিক্ষা,শান্তি এবং প্রগতি রক্ষায় কাজ করে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং অনূর্ধ্ব ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এসময় সমাবেশে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি আবাসিক হল থেকে আগুনে পোড়ানো পবিত্র কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী, শহীদ জিয়াউর রহমান ও মতিহার হল থেকে অর্ধ-পোড়ানো কোরআন উদ্ধার করেন আবাসিক শিক্ষার্থীরা। এছাড়া বেলা এগারোটার দিকে শহীদ হবিবুর রহমান হলের মসজিদ থেকে কয়েকটি পাতা পোড়ানো অবস্থায় কোরআন উদ্ধার করে হল প্রশাসন। একইসঙ্গে শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্মফুলের ছবিও আঁকানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি প্রশাসন। এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমআই