সময় জার্নাল ডেস্ক:
বব ডিলানের বিখ্যাত গান "মিস্টার ট্যাম্বরিন ম্যান" এর প্রথম খসড়াসহ তার বেশ কিছু অমূল্য স্মৃতিচিহ্ন শীঘ্রই নিলামে বিক্রি হবে।
গায়ক এবং গীতিকার বব ডিলানের জীবন ও ক্যারিয়ারের ৫০টি "অসাধারণ ঐতিহ্যবাহী" স্মৃতিচিহ্ন নিলামে উঠতে যাচ্ছে। এর মধ্যে কিছু জিনিসের দাম ৬ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন'স অকশনস।
বিক্রি হতে যাওয়া স্মৃতিচিহ্নগুলো সাংবাদিক আল অ্যারোনোভিটজের ব্যক্তিগত সংগ্রহের অংশ। তিনি "রক সাংবাদিকতার গডফাদার" হিসেবে পরিচিত। ডিলানসহ অনেক তারাকার বন্ধু ছিলেন বলে নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে।
নিলামে বিক্রি হতে যাওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে– ১৯৬৮ সালে ডিলানের সই করা একটি তৈলচিত্র এবং গায়কের ১৯৬৪ সালে প্রকাশিত গান "দ্য টাইমস দে আর আ-চেঞ্জিন"-এর ২০২১ সালের পুনঃরেকর্ডিংয়ের একটি অ্যানালগ ডিস্ক। গানটি ডিলানের অন্যতম জনপ্রিয় গান হিসেবে পরিচিত।
এছাড়া, ১৯৬৩ সালে নিউ ইয়র্ক সিটির টাউন হলে বব ডিলানের প্রথম বড় একক কনসার্টের প্রচারপত্র এবং গায়কের একাধিক পুরনো ছবি বিক্রির জন্য রাখা হয়েছে।
তবে সবচেয়ে আকর্ষণীয় আইটেমটি হলো, "মিস্টার ট্যাম্বরিন ম্যান"-এর তিনটি খসড়া। এটি ছিল বব ডিলানের লেখা ও সুর করা প্রথম গান, যেটি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে শীর্ষ স্থান অর্জন করেছিল।
ডিলান নিউ জার্সিতে অবস্থানকালে এই গানের কথাকে পূর্ণতা দিতে পেরেছিলেন। অ্যারোনোভিটজের পরিবারের বাসা বার্কলে হাইটস-এ বসে যখন তিনি মারভিন গে-এর "ক্যান আই গেট আ উইটনেস" গানটি বারবার শুনছিলেন, তখন তিনি গানের লিরিক লেখে শেষ করেছিলেন বলে জানায় নিলামকারী প্রতিষ্ঠানটি। তারা আরও জানিয়েছে, এই পৃষ্ঠাগুলোর মূল্য আনুমানিক ৪ লাখ ডলার থেকে ৬ লাখ ডলার হতে পারে।
অ্যারোনোভিটজের লেখা একটি প্রবন্ধের মূল কপিতে [বিক্রির জন্য উন্মুক্ত] ডিলানকে তার বাড়িতে বসে গানটির লিরিক লিখতে দেখার কথা স্মরণ করা হয়েছে।
প্রবন্ধে অ্যারোনোভিটজ বলেন, ডিলান গানটি লিখছিলেন একটি পোর্টেবল টাইপরাইটারে, সিগারেটের এক রাশ ধোঁয়ার ভেতর, "তার হাড্ডিসার, লম্বা নখযুক্ত আঙুলগুলো আমার চুরি করা, পীত রঙের স্যাটারডে ইভনিং পোস্ট পত্রিকার ওপর শব্দগুলো লিখে যাচ্ছিল।"
পরে অ্যারোনোভিটজ জানান, তিনি "একটি আবর্জনার ঝুড়িতে দুমড়ানো অবস্থায় ডিলানের প্রথম দিকের প্রচেষ্টায় লেখা গানটির কিছু লিরিক খুঁজে" পেয়েছিলেন। প্রবন্ধটির কিছু অংশ নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন'স অকশনস-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জুলিয়েন'স অকশনস জানিয়েছে, "প্রথম খসড়া থেকে তৃতীয় খসড়ায় [যা গানের চূড়ান্ত সংস্করণের খুব কাছাকাছি] অনেক পরিবর্তন রয়েছে। তবে এই খসড়াগুলো চূড়ান্ত লিরিক থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা।"
প্রতিষ্ঠানটি বলেছে, "ইতিহাসের একটি অংশ মালিকানায় নেওয়ার সুযোগ আপনার হাতছাড়া করবেন না।"
অ্যারোনোভিটজের পুত্র মাইলস বলেন, তার বাবা "একজন সাংবাদিকের চেয়ে অনেক বেশি ছিলেন। তিনি বুঝতেন, এই শিল্পীরা কী করতে চাইতেন।"
তিনি এক বিবৃতিতে বলেছেন, "এই সংগ্রহটি আমার বাবার প্রাকৃতিক অনুভূতি এবং তার সৃষ্টিশীলতার পরিচয় দেয়। প্রতিটি আইটেম তার যোগ্যতা এবং সৃষ্টিশক্তির প্রমাণ।"
গায়িকা জুডি কলিন্স আগে বলেছিলেন যে, ডিলান গানটি লেখেন ইম্প্রেসারিও অ্যালবার্ট গ্রসম্যানের বাড়িতে। তিনি ২০২৩ সালে স্ট্রেঞ্জ ব্রু পডকাস্টে বলেন, "আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় একটি কণ্ঠ শুনলাম এবং সেটা ছিল ডিলান, তিনি 'ট্যাম্বরিন ম্যান' লিখছিলেন।"
তিনি বলেছিলেন, "তাই আমি আমার রোবটি পরলাম, নিচে নামলাম এবং এই নীল দরজার সামনে দুই ঘণ্টা বসে ছিলাম, যার পেছনে ডিলান ট্যাম্বরিন ম্যান লিখছিলেন।"
"সেলিব্রেটিং বব ডিলান: দ্য আল অ্যারোনোভিটজ আর্কাইভ, টি বোন বারনেট, এন্ড মোর" শিরোনামের নিলামটি আগামী ১৮ জানুয়ারি টেনেসির ন্যাশভিলে মিউজিশিয়ান্স হল অফ ফেম অ্যান্ড মিউজিয়ামে অনুষ্ঠিত হবে।
নিলামটি পরিচালক জেমস মেঙ্গোল্ডের বব ডিলানকে নিয়ে বানানো জীবনীভিত্তিক চলচ্চিত্র "আ কমপ্লিট আননোন" এর মুক্তির সাথে সম্পর্কিত।
এই সিনেমায় ডিলানের ভূমিকায় অভিনয় করেছেন টিমোথি শ্যালামে। সিনেমাটি ডিলানের ১৯ বছর বয়সে নিউ ইয়র্কে আগমন থেকে শুরু করে বিশ্বের অন্যতম প্রভাবশালী গায়ক ও গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত পাওয়ার যাত্রার ওপর নির্মান করা হয়েছে।
"গ্রেট আমেরিকান গানের ধারাতে নতুন কবিতামূলক অভিব্যক্তি" সৃষ্টি করার জন্য। ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান বব ডিলান। তার ক্যারিয়ারে তিনি ১২৫ মিলিয়নেরও বেশি গানের রেকর্ড বিক্রি করেছেন।
এমআই