এহসান রানা, ফরিদপুরঃ
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ফরিদপুর জেলা কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করেছে কেন্দ্রীয় শাখা। শনিবার ( ১১ জানুয়ারি) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্যাডে সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ মামুন স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় মো: সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে এতে দায়িত্ব পালন করবেন বাইজিদ হোসেন বিপুল।
এছাড়াও সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মামুন আব্দুল্লাহ, এইচ এম সুজন, জাকারিয়া হোসেন বিজয়, ফরহাদ রেজা, মোঃ মেহেদী হাসান, মিন্টু হোসেন, মোঃ রজু, যুগ্ম সাধারণ সম্পাদক যুবায়েদ হোসেন রিপন, শাওন মাহমুদ, মোঃ সাব্বির হোসেন, মোঃ আবির হোসেন, মোঃ জোবায়েদ হোসেন, শেখ ফরিদ উদ্দিন, মোঃ লালন খান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হক, সহ সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া, আব্দুল আজিজ, সজিব ফকির, আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোঃ মাহমুদ খান, সহ অর্থ সম্পাদক মোঃ সাদ্দাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আরাফাত, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার সরকার, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক শামীম বিশ্বাস, ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেসমিন ফারজানা, ক্রীড়া সম্পাদক মোঃ সুজাত হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রনি শেখ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহাসিন হোসেন, কার্যকরী সদস্য মোঃ শামীম মোল্লা, মোঃ ইব্রাহিম, এনায়েত হোসেন, মোঃ জাহিদ।
সোমবার ( ১৩ জানুয়ারি) নবগঠিত কমিটির সভাপতি সাইদুর রহমান জানান, ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটিকে, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আমরা উপজেলার কমিটিগুলো সক্রিয় করবো। বাংলার মাটিতে ফ্যাসিবাদকে আর কখনো দাঁড়ানোর সুযোগ দিবো না।
এমআই