জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিটলম্যাগ 'চিহ্ন'র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন কবি জুলফিকার মতিন।
চিহ্ন'প্রধান অধ্যাপক শহীদ ইকবাল জানিয়েছেন, পত্রিকাটির রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই থাকবে প্রীতিসমাবেশ ও প্রতঃরাশ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চিহ্ন'প্রধান অধ্যাপক শহীদ ইকবাল। এসময় উদ্বোধনী বক্তব্য দেবেন অনুষ্ঠানের উদ্বোধক কবি জুলফিকার মতিন।
এরপর দিনের প্রথম অধিবেশন শুরু হবে বেলা সাড়ে ১১টায়। দুপুর দেড়টা পর্যন্ত এ অধিবেশনে চলবে লেখকের গল্প। অধিবেশনটি সঞ্চালনা করবেন শেখ নাজমুল হাছান। দুপুর আড়াইটা থেকে শুরু হবে 'কবিতার গল্প: মাটির আর রক্তের কর্কশ শব্দ'। এটি সঞ্চালনা করবেন রজতজয়ন্তী উদযাপন পর্ষদের আহবায়ক অধ্যাপক আবুল ফজল। এরপর বিকেল ৪টায় শুরু হবে 'চিহ্নের ২৫ বছর: আর কতোটা দূর' শীর্ষক তৃতীয় অধিবেশন। এ অধিবেশনটির প্রস্তাবনা ও সঞ্চালনায় থাকবেন নাজমুল হাসান।
উল্লেখ্য, ছোটকাগজের চেতনা নিয়ে ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশ হয় ‘চিহ্ন’। পত্রিকাটির স্লোগান 'চিত্তের প্রসারতা, মস্তিষ্কের মুক্তি'। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে প্ৰায় দুই দশক ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে দেশ-বিদেশের লেখক-পাঠক-সম্পাদকদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করে 'চিহ্নমেলা'। এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে প্রতি তিন বছর পরপর নিয়মিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০২২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মু. শহীদুল্লাহ একাডেমিক ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় 'চিহ্নমেলা'র পঞ্চম আসর।
এমআই