জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে এ উত্তেজনা শুরু হয়, যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ করে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের এলাকায় ৫০০ থেকে ৬০০ জন ভারতীয় নাগরিককে জড়ো করে।
এসময় একাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে বাংলাদেশি নাগরিকরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন ভারতীয়রা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে টিয়ারসেল নিক্ষেপ করে।
সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়া সত্ত্বেও স্থানীয়রা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে উত্তেজনা থেমে থেমে চলতে থাকে।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এমআই