ক্যাম্পাস প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের "সমাজবিজ্ঞান ক্লাব" এর নতুন কমিটি গত ১৪ জানুয়ারি ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের ভোটে ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হন নজরুল ইসলাম শাওন এবং সাধারণ সম্পাদক পদে রাকিব চৌধুরী।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি মাহমুদ উস সাদিক, তানজিলা সুলতানা, সুমনা হোসেন অনন্যা, জুয়েল; যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, রাহাজাবিন এশা, মো. নয়ন মণ্ডল, মো. নাজমুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের নুর সাকিব, দপ্তর সম্পাদক আবিরুজ্জান আবির।এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আগামী ১ বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সমাজবিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগের চেয়ারম্যান জমশেদুর রহমান বলেন, "সমাজবিজ্ঞান ক্লাব বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের মঙ্গল সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শিক্ষার্থীদের মিলবন্ধন দৃঢ় করার পাশাপাশি সামাজিকীকরণে সহায়তা করবে।"
ক্লাবের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম শাওন বলেন, "এটি শিক্ষার্থীদের ক্লাব। আমরা তাদের উন্নয়ন ও বিভাগের অগ্রগতিতে কাজ করবো।" সাধারণ সম্পাদক রাকিব চৌধুরী জানান, "ক্লাবটি বিভাগ ও শিক্ষার্থীদের জন্য অনন্য ভূমিকা রাখবে এবং নতুন নেতৃত্ব তৈরিতে অবদান রাখবে।"
ডিআইইউ সমাজবিজ্ঞান ক্লাব বিভাগের গৌরবময় পথচলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করেন।
এমআই