মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বিডি বাইকারজ এর উইন্টার ফেস্ট অনুষ্ঠিত

রোববার, জানুয়ারী ১৯, ২০২৫
বিডি বাইকারজ এর উইন্টার ফেস্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীয়াকৈরের বড়চালা মাদ্রাসা মাঠে গত ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম বাইকিং গ্রুপ বিডিবাইকারজ (BD BIKERZ) এর Winter Fest 2025। এই বাইকিং উৎসবটি দেশের বাইকিং সংস্কৃতির একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হলো, যেখানে অংশগ্রহণকারীরা বাইকিং অ্যাডভেঞ্চার, খেলাধুলা, খাবার এবং ক্যাম্পিংয়ের মাধ্যমে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করেন।

উৎসবের প্রথম দিন বিকেল ৩:০০ টায় রেজিস্ট্রেশন ও ওয়াম ওয়েলকাম সেশনের মাধ্যমে শুরু হয়। এরপর ৪:০০ টায় শুরু হয় BD BIKERZ ক্রিকেট লীগ, যেখানে চারটি দল নকআউট সিস্টেমে প্রতিদ্বন্দ্বিতা করে। দর্শকদের উন্মাদনা বাড়াতে এই ক্রিকেট টুর্নামেন্ট ছিল একটি বিশেষ আকর্ষণ।