রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বিডি বাইকারজ এর উইন্টার ফেস্ট অনুষ্ঠিত

রোববার, জানুয়ারী ১৯, ২০২৫
বিডি বাইকারজ এর উইন্টার ফেস্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীয়াকৈরের বড়চালা মাদ্রাসা মাঠে গত ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম বাইকিং গ্রুপ বিডিবাইকারজ (BD BIKERZ) এর Winter Fest 2025। এই বাইকিং উৎসবটি দেশের বাইকিং সংস্কৃতির একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হলো, যেখানে অংশগ্রহণকারীরা বাইকিং অ্যাডভেঞ্চার, খেলাধুলা, খাবার এবং ক্যাম্পিংয়ের মাধ্যমে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করেন।

উৎসবের প্রথম দিন বিকেল ৩:০০ টায় রেজিস্ট্রেশন ও ওয়াম ওয়েলকাম সেশনের মাধ্যমে শুরু হয়। এরপর ৪:০০ টায় শুরু হয় BD BIKERZ ক্রিকেট লীগ, যেখানে চারটি দল নকআউট সিস্টেমে প্রতিদ্বন্দ্বিতা করে। দর্শকদের উন্মাদনা বাড়াতে এই ক্রিকেট টুর্নামেন্ট ছিল একটি বিশেষ আকর্ষণ।

বিকেল ৫:৩০ টায় বাইকার স্পোর্টস অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের ক্রীড়া দক্ষতা প্রদর্শন করেন। সন্ধ্যা ৬:৩০ টায় শীতের পিঠা ও স্ন্যাকস পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের জন্য একটি বিশেষ আনন্দের মুহূর্ত তৈরি করে।

রাত ৮:০০ টায় অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ, যেখানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রাতের খাবারের পর ৯:০০ টায় শুরু হয় বারবিকিউ এবং ক্যাম্প ফায়ার, যা বাইকারদের মাঝে বন্ধন আরও দৃঢ় করে। রাত ১১:৩০ টায় তাবু ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীরা শীতে তাবুতে রাত যাপন করেন।

১৮ জানুয়ারি সকাল ৬:৩০ টায় খেজুরের রসের রাইডের মাধ্যমে দিন শুরু হয়। পরে ৮:০০ টায় সুস্বাদু খিচুড়ি ও আনলিমিটেড চা দিয়ে ব্রেকফাস্টের আয়োজন করা হয়। ইভেন্টটি সকাল ১০:০০ টায় সমাপ্ত হয়, কিন্তু এর স্মৃতিগুলি অংশগ্রহণকারীদের মনে দীর্ঘকাল ধরে থাকবে।

এই আয়োজনে মাদ্রাসার ছাত্র ও এতিম শিশু উপস্থিত ছিলেন, যাদের সাথে বাইকাররা পুরো ইভেন্ট উপভোগ করেন এবং তাদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়। এটি সামাজিক দায়বদ্ধতার একটি চমৎকার উদাহরণ ছিল।

BD BIKERZ Winter Fest 2025-এর সফল আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেছেন বিভিন্ন স্পন্সর। টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন *CFMOTO বাংলাদেশ**। গোল্ড স্পন্সরদের মধ্যে ছিল **CEAT* এবং **Liqui Moly**। সিলভার স্পন্সর হিসেবে সহায়তা করেছেন **Twincore Moto**। 

এছাড়াও, ইভেন্ট পার্টনারস হিসেবে যুক্ত ছিলেন *Jordan Bike Station*, *F1 Motors BD*, *Wheels*, এবং *TVS Sales Point**। গিফট পার্টনারস হিসেবে ছিল **Moto Traveler*, *Motocare*, *Instamart*, এবং **YS**। ক্লোথিং পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন **Quits**। 

BD BIKERZ Winter Fest 2025 শুধুমাত্র একটি বাইকিং উৎসব নয়, বরং এটি বাইকিং সংস্কৃতি, আনন্দ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার একটি মহৎ উদাহরণ। এই উৎসবটি সকল বাইকার, অ্যাডভেঞ্চার লাভার এবং উৎসাহী মানুষদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল