মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ এবং নবীনবরণ গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একটি রীতি হলেও বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবারো ১ম সেমিস্টারের সকল শিক্ষার্থীদের শপথগ্রহণ এবং নবীনবরণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গবি প্রশাসন।
আগামী সোমবার (২৭ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বের মধ্যদিয়েই জানুয়ারী-জুন সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে।
রবিবার (১৯ জানুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আনুষ্ঠানিকতার ব্যাপারে নিশ্চিত করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন, বিভাগে উপস্থিতি ও শপথগ্রহণের ফরম সংগ্রহের পরেই স্মৃতিসৌধে গমন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তন কক্ষে (৪১৭ নংকক্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠা লগ্ন থেকেই ধারাবাহিক ভাবে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিতে কেন্দ্রীয় ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হলেও ২০২২ সালের পর আবার শুরু হতে চলছে নবীন শিক্ষার্থীদের বরণের এই আনুষ্ঠানিকতা।
এসম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন গণমাধ্যমকে জানান, বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থী কম-বেশি ভর্তি হওয়ায় তারা আলাদাভাবে নবীনবরণ পালন করলেও এবার কেন্দ্রীয় ভাবে আমরা নবীনবরণের উদ্যোগ গ্রহণ করেছি। আনুষ্ঠানিকতার মধ্যদিয়েই প্রায় পাঁচশো শিক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তাদের যাত্রা শুরু করবেন বলেই আশাবাদী।
এমআই