বুধবার, জানুয়ারী ২২, ২০২৫
মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গত ১৯ জানুয়ারি মুচলেকা প্রদানের পর পুনরায় গতকাল গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আরেক নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে ঢাকা-মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের ৮টি বাস আটকে দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বাইশ মাইল স্ট্যান্ডে একে একে নীলাচল বাসগুলো আটক করে শিক্ষার্থীরা এবং দুপুর আড়াইটায় বাসগুলো ক্যাম্পাসে নিয়ে আসে।
জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আলিফা জাহান বৃষ্টির সাথে নীলাচল পরিবহনের স্টাফদের অসদাচরণ এবং নির্ধারিত স্থানে না নামিয়ে দূরে নিয়ে নামিয়ে দেওয়ার প্রতিবাদস্বরূপ বিভাগের শিক্ষার্থীরা বাইল মাইলে বাসগুলো আটক করে এবং পরবর্তীতে ক্যাম্পাসে কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসেন।
ঘটনার বর্ণনা করে ভুক্তভোগী শিক্ষার্থী আলিফা জাহান বৃষ্টি জানান, বাসের নাম্বার ছিলো নীলাচল, ঢাকা মেট্রো ১৫৮২২৭। আমার বাসা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের আগে, আমি তাদের নির্দিষ্ট স্থানে নামিয়ে দিতে বললে তারা আমাকে না নামিয়ে তুচ্ছাত্মক ভাষায় কথা বলতে থাকে এবং এক পর্যায়ে বাসের হেলপার আমাকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নামিয়ে দেয়।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, যাতায়াতের পথে মাঝে মধ্যেই তাদের হয়রানি করা হয়। নিদিষ্ট স্থানে নামিয়ে না দিয়ে অন্যস্থানে নামিয়ে দেয়। এ বিষয়ে তাদের সাথে কথা বললে তারা চেকারের অজুহাতে বাকবিতন্ডা করে।
এ বিষয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রাধান ড. মো. আলি আজম খানকে নীলাচল পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুর রহমান ফোনের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং তাদের প্রতিনিধিকে পাঠিয়ে আশ্বস্ত করেন পরবর্তীতে আর এমন কোন ঘটনা ঘটবে না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিভাগীয় প্রধান নীলাচলের প্রতিনিধিকে বাইশমাইল স্ট্যান্ডে দুই দিনের মধ্যে চেকার বসাতে বলেন। পরবর্তীতে প্রতিনিধি মুচলেকায় সাক্ষর করে সবগুলো বাস ছাড়িয়ে নিয়ে যায়।
নিলাচল প্রতিনিধি ফয়াসাল দুঃখ প্রকাশ করে বলেন এমন অনাকাঙ্খিত ঘটনা আর না ঘটে সে দিকে সচেষ্ট থাকবে। তারা চেকার সমস্যার খুব শিগ্রই সমাধন করবে।
এরআগে, গত রবিবার আইন বিভাগের আরেক নারী শিক্ষার্থীর সাথে অসদাচরণের প্রতিবাদে নীলাচল পরিবহনের অন্তত ১৮টি বাস নিরিবিলি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আটক করেছিলো বিভাগটির শিক্ষার্থীরা। নীলাচল মালিকপক্ষের মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
এমআই