শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

রাবিতে স্থগিতকৃত ভর্তি পরিক্ষার প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি

রোববার, জানুয়ারী ২৬, ২০২৫
রাবিতে স্থগিতকৃত ভর্তি পরিক্ষার প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত। এইবারের ভর্তি পরিক্ষায় প্রাথমিক আবেদন ফি পুনঃনির্ধারণ করে সার্ভিস চার্জসহ ২২ টাকা করা হয়েছে।


রবিবার ( ২৬ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হয়ে তা ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত B ইউনিট ১২ এপ্রিল, A ইউনিট ১৯ এপ্রিল ও C ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।


পোষ্য কোটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগেই পোষ্যকোটা বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। 


উল্লেখ্য,  গত ৫ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কথা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২ জানুয়ারি বিশ্ববিদ্যালেয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। পোষ্য কোটা ইস্যু সমাধান না হওয়ায় ৪ জানুয়ারী এক বিজ্ঞপ্তিতে আবেদন স্থগিত ঘোষণা করে প্রশাসন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল