তিতুমীর কলেজ প্রতিনিধি: ২০২০-২১ অর্থ বছরে মাঠ পর্যায়ের দপ্তর প্রধান ক্যাটাগরিতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন।
মঙ্গলবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানানো হয়।
আগামীকাল ৩০ জনু বুধবার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.মো সৈয়দ গোলাম ফারুকের উপস্থিতিতে তার কক্ষে এ পুরষ্কার বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন বলেন, যে কোন পুরষ্কার বড়। তবে আমার এই পুরষ্কার আমার একার নয় পুরো কৃতিত্ব তিতুমীর কলেজের, কলেজের শিক্ষক, শিক্ষার্থী সবার। পুরষ্কারে মনোনীত হয়ে ভালো লাগছে।
সময় জার্নাল/এমআই