বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

দিল্লিতে ভোট, ৬৯৯ প্রার্থীর ‘ভাগ্য’ নির্ধারণ করেছেন ১ কোটি ৫৬ লাখ ভোটার

বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দিল্লিতে ভোট, ৬৯৯ প্রার্থীর ‘ভাগ্য’ নির্ধারণ করেছেন ১ কোটি ৫৬ লাখ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের দিল্লির রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এদিন দিল্লির ৫৮টি অসংরক্ষিত এবং ১২টি সংরক্ষিত (তফসিলি জাতি) বিধানসভা আসনে ৬৯৯ জন প্রার্থীর ‘ভাগ্য’ নির্ধারণ করবেন ১ কোটি ৫৬ লাখ ভোটার।

এবারের ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি। অন্যদিকে ক্ষমতা দখল করতে চেষ্টার কোনো কমতি রাখছে না বিজেপি ও কংগ্রেস।

বহু বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে বিজেপি আশা করছে। তবে বিভিন্ন জনমত সমীক্ষায় বলা হচ্ছে, পাঁচ বছর আগের তুলনায় আসন কমলেও দিল্লিতে টানা তৃতীয় বার ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)।

কিন্তু ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতাদের পাল্টা দাবি, ২৮ বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা। এই দাবি ও পাল্টা দাবির মধ্যেই বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যটির ৭০টি বিধানসভা আসনে তাদের রায় দিচ্ছেন দিল্লিবাসী।

উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আজ ১৩ হাজার পোলিং বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত দিল্লিতে ভোট দেবেন ১.৫৬ কোটি মানুষ। লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন পাঁচটি দল এবার রাজধানীতে একে অপরের মুখোমুখি। ৬৮ আসনে লড়ছে বিজেপি। জোটসঙ্গী জেডিইউ ও এলজেপি লড়ছে ২টি করে আসনে মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী অজিতের এনসিপি বিজেপির বিরুদ্ধে ৩০ আসনে প্রার্থী দিয়েছে।

অন্যদিকে, ৭০ আসনে লড়ছে আপ, সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। পুরোদমে লড়াইয়ে বিএসপি। ৭০টি আসনেই প্রার্থী দিয়েছে তারা। ১২টি আসনে প্রার্থী দিয়েছে আল ইন্ডিয়া মিল্লি মুসলিম লিগ। বামেরা লড়ছে ১০টি আসনে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল