কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৬ শিক্ষকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬৪ তম সভার ১৮ নং আলোচ্যসূচির আলোকে
আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়েজ আহমেদকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষ কর্তৃক অযথা হয়রানির শিকার বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, আইন বিভাগের শিক্ষার্থী ফয়েজ আহমেদের এর বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেয়া হলো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষ কর্তৃক অযথা হয়রানির শিকার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও আইন শৃঙ্খলা রক্ষার্থে ফয়েজ আহমেদ সহ অন্যান্য ইস্যুতে যে সকল শিক্ষককে (প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রফেসর ড. মো. আনিসুজ্জামান, প্রফেসর ড. বিপ্লব মল্লিক, নাজমুস সাকিব ও মো. আনোয়ার হোসেন) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে, তাদের এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়াও আইন বিভাগের তৎকালীন চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বাদশা মিয়াকে তিরস্কার করা হয় এবং তাঁকে ১ ফেব্রুয়ারি ২০২৫ হতে পরবর্তী ২ বছর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
এমআই