সময় জার্নাল ডেস্ক:
অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী সিডনি ইউনিভার্সিটিকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রবিন খুদা নামের এক বিলিওনিয়ার।
এ খবর জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে।
সিডনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ব্যক্তি পরিসরের বাইরে সরকারি হিসাবেও অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে এটিই সবচেয়ে বড় অনুদান দেওয়ার ঘটনা। অনুদানের এই অর্থ ওয়েস্টার্ন সিডনির মেয়েদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার কাজে ব্যবহৃত হবে।
রবিন খুদা মাত্র ১৮ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে অস্ট্রেলিয়াতে আসেন। তার পূর্বপুরুষ বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা।
৪৪ বছর বয়সী রবিন ২০১৭ সালে প্রথম এয়ারট্রাঙ্ক নামের একটি ডেটা সেন্টার খুলেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এয়ারট্রাঙ্ক এশিয়া প্যাসিফিক অঞ্চলে বৃহত্তম ডেটা সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত হয়ে ওঠে।
এই অনুদান প্রদানের ব্যাপারে রবিন খুদা গণমাধ্যমকে বলেছেন, ওয়েস্টার্ন সিডনির নারীদের প্রযুক্তিতে অবদান রাখা এবং লিঙ্গ বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার বোধ থেকে তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে এগিয়ে এসেছেন।
এয়ারট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক রবিন গত সেপ্টেম্বরে তার কোম্পানি এক লাখ আট হাজার কোটি টাকায় বিক্রি করে দেন। এই অর্থ থেকে ২৬২ টাকা উপহার দেন কোম্পানির কর্মীদের। এ খবরও অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।
এমআই