মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
জানা যায়, গতকাল বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে তার হার্টে অপারেশন করা হয়। তবে হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়। কিন্তু এরপরেও উনাকে বাঁচানো সম্ভব হয়নি।
গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, প্রায় আড়াই বছর উনার সাথে বিভিন্ন অনুষ্ঠান ও মিটিংয়ে অনেকবার সাক্ষাতের সুযোগ হয়েছে। তিনি প্রতিনিয়ত গণ বিশ্ববিদ্যালয় নিয়ে সু-পরামর্শ ও বিভিন্ন দিকনির্দেশনা আমাদের দিয়ে গিয়েছেন। আমরা এখন সেগুলো থেকে বঞ্চিত হবো। তার শূন্যতা পূরণ করা খুব কঠিন। তিনি একজম ভালো মানুষ ছিলেন এবং সুচিন্তক ছিলেন। পরকালে তিনি শান্তিতে থাকুক এটি প্রার্থনা করি।
প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ গণ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা।
এমআই