রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০ জন

সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০ জন

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর জেলায় সাবেক এক এমপিসহ মোট ১০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশের ৮টি থানায় ৭৯ জন ও গাজীপুর জেলা পুলিশের ৫টি থানায় অভিযান চালিয়ে সাবেক এমপিসহ ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছে।

এর আগে, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুর জেলায় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত দুই দিনে জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হলো।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটি-এসবি) মো. আলমগীর হোসেন জানান, জিএমিপির ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১জন, টঙ্গী পশ্চিম থানায় ৮জন, গাছায় ৬ জন, পুবাইল থানায় ৫জনসহ মোট ৭৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে জিএমপির ৮ থানায় মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। গত দুই দিনে জিএমপির অভিযানে গাজীপুর মহানগর এলাকা থেকে মোট গ্রেপ্তার ১২০ জনকে গ্রেপ্তার করা হলো।

অপরদিকে, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন সাবেক এমপিসহ ২১জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫জন, কাপাসিয়া থানায় ৩জন, কালিগঞ্জ থানায় ৪জন, কালিয়াকৈর থানায় ৩জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান,অভিযানের প্রথম দিনে জেলা পুলিশ মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছিল। এ নিয়ে গত দুইদিনে জেলা পুলিশ মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল